force_stop
কিছু কিছু অ্যাপস মাঝে মাঝে খুব খারাপ আচরন করা শুরু করে। খুব বেশি ঝামেলা পাকায়, মানে আগের মত ভালো আচরন করে না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। কখনো বা ফোন রিস্টার্টও দিতে হয়। অনেক ভালো ডিজাইনের অ্যাপসের সাথেও ঘটে এ ধরনের ঘটনা। তবে আপনি যদি জানেন কেনো এই ধরনের আচরন করছে তারা তাহোলে খুব সহযেই আপনি এর সমাধান করতে পারেন ফোন রিস্টার্ট দেওয়া ছাড়াই এর জন্য আপনাকে খুব বেশি কিছু করা লাগবেনা। আপনার মেনু বাটন চেপে ধরুন, তারপর সেটিংস এ যান, এপ্লিকেশন সিলেক্ট করুন, আপনার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করুন অ্যাপ্লিকেশন লিস্ট থেকে। এবার অ্যাপস এর এনট্রিতে ক্লিক করলে আপনি উপরের ছবির মত কিছু দেখতে পাবেন। ফোর্স স্টপ (Force stop) এ ক্লিক করলেই অ্যাপসটি বন্ধ হয়ে যাবে।